ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

যে কারণে পাকিস্তানকে না করলেন হেসন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১২:০১

যে কারণে পাকিস্তানকে না করলেন হেসন

বাংলাদেশ-ভারতের পাশাপাশি কোচের খোঁজে ছিল পাকিস্তানও। ভারতের পর বাংলাদেশের কোচ চূড়ান্ত হয়ে গেলেও এখনো স্থায়ী কোন কোচ পায়নি পাকিস্তান ক্রিকেট। মূলত নিরাপত্তার কারণেই বড় মাপের কোচরা তেমন আগ্রহ দেখাচ্ছেন না পাকিস্তানে যেতে।

পিসিবির পছন্দের তালিকায় নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন, ইসলামাবাদ ইউনাইটেডের অস্ট্রেলিয়ান কোচ ডিন জোন্সের নাম থাকলেও দু’জনের কাছ থেকেই সাড়া পায়নি তারা। বোর্ডের প্রস্তাবিত বেতন-ভাতা কাঠামো পছন্দ হয়নি নামি কোচদের। তার সঙ্গে রয়েছে নিরাপত্তার বিষয়টিও। দু’দিক বিবেচনা করে সবাই নিজেদের দূরে সরিয়ে রাখছেন।

হেসন পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এমনটাই জানাচ্ছে নিউজিল্যান্ডের মিডিয়া। দেশটির ‘স্টাফ ডট কো ডট এনজেড’ পত্রিকার খবর, পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক কিউই কোচ। কারণ তিনি আন্তর্জাতিক কোচিংয়ে সারা বছর থাকতে চান না। ২০১২-১৮তে নিউজিল্যান্ডের কোচ ছিলেন হেসন। তার অধীনেই প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলে কিউইরা।

  • সর্বশেষ
  • পঠিত