ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আবারো জোড়া শিকার করলেন সাইফউদ্দিন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫২  
আপডেট :
 ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩

আবারো জোড়া শিকার করলেন সাইফউদ্দিন

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর দলীয় ১০ রানে আফগান বিধ্বংসী ব্যাটসম্যান জাজাইকে সাজঘরে পাঠালেন দলনেতা সাকিব। আগের বলে ছক্কা খেয়ে পরের বলেই তারাকাইকে ফিরিয়ে প্রতিশোধ নিলেন সাইফউদ্দিন। আবারো উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দী হন সাব্বিরের। ১৩ বলে ১১ রান করে সাজঘরে ফিরলেন তারাকাই।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল আফগানরা। ২১ রানের জুটি গড়েছিলেন আসগর আফগান এবং নাজিবুল্লাহ জাদরান। দলীয় ৪০ রানের মাথায় সাকিব ফিরিয়ে দেন নাজিবুল্লাহ জাদরানকে। আগের ম্যাচে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছিলেন জাদরান। এরপর ৭৯ রানের বড় জুটি গড়েন আসগর আফগান এবং মোহাম্মদ নবী। দলীয় ১১৯ রানে আসগরকে ফিরিয়ে বড় জুটি ভাঙলেন সাইফউদ্দিন। ৩৬ বলে ৪০ রান তুলেছেন আসগর। স্কোরকার্ডে ৩ রান যোগ হতেই আফগান শিবিরে আবারো শিকার করলেন সাইফউদ্দিন। এবার আউট করলেন নতুন ব্যাটসম্যান গুলবাদিনকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.১ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ১২৩ রান।

ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টাইগারদের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে। সেখানে আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ:

হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নাজিব তারাকাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, ফরিদ আহমেদ এবং মুজিব উর রহমান

  • সর্বশেষ
  • পঠিত