ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট শেষ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:১৬  
আপডেট :
 ১৫ অক্টোবর ২০১৯, ১৬:২০

বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট শেষ

ফিফা বিশ্বকাপ ২০২২ রাউন্ড দুই এর বাছাইপর্বে ‘ই’ গ্রুপের ম্যাচে আজ স্বাগতিক ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার সল্ট লেকে শুরু হবে দুই প্রতিবেশীর লড়াই। এ ম্যাচ ঘিরে দুই দেশের ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কলকাতায় খেলা হওয়ায় ফুটবলপ্রেমী বাঙালিদের মাঝে ঢের উন্মাদনা কাজ করছে।

ইতিমধ্যে বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বিষয়টি জানিয়েছেন লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, সংবাদ সম্মেলন শেষ। এখন আমরা ভারতের বিপক্ষে ম্যাচে নামতে প্রস্তুত। সল্ট লেক স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ৮৫ হাজার। ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করুন। চলুন টিম ইন্ডিয়াকে হারাই। চল টাইগার।

বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপে পয়েন্ট টেবিলে তলানিতে বাংলাদেশ। দুই ম্যাচে কোনো জয়ের দেখা নেই, নেই ড্রও। তাই বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের দিকে চোখ অতিথিদের।

এসবে পাত্তা না দিয়ে কাতার বিশ্বকাপে খেলার স্বপ্নে বিভোর/বুঁদ ভারত। কাতারকে রুখে দেয়ায় তাদের স্বপ্নের পালে লেগেছে বাড়তি হাওয়া। বিভিন্ন উপাদান মিলিয়ে প্রতিবেশিদের ফুটবলপাড়ায় প্রধান খবর এখন এ ম্যাচ ঘিরে।

  • সর্বশেষ
  • পঠিত