ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সরফরাজকে নেতৃত্ব থেকে সরালো পিসিবি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:০৭

সরফরাজকে নেতৃত্ব থেকে সরালো পিসিবি

বিশ্বকাপের পর থেকেই দাবি উঠছিল। শোয়েব আখতারের মতো সাবেকরা সরব ছিলেন। এমনকি ক্রিকেট বোর্ডের কাছে অধিনায়কের বিরুদ্ধে নালিশ করেছিলেন তৎকালীন কোচ মিকি আর্থারও। অবশেষে সরফরাজ আহমেদকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির তরফে আজ একথা জানানো হয়েছে।

সরফরাজের পরিবর্তে টেস্টে অধিনায়কত্ব করবেন আজহার আলি। টি-টোয়েন্টিতে পাকিস্তানের দায়িত্ব থাকবে বাবর আজমের উপর। তবে একদিনের দলের অধিনায়ক নিয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি।

টেস্টে দলের অধিনায়কত্ব সামলানোর খবরে খুশি আজহার আলি। 'খুব বড় সম্মান এটা।' জানিয়েছেন নয়া অধিনায়ক।

বিশ্বকাপে দলের পারফরম্যান্সের পর থেকেই কাঠগড়ায় ছিলেন সরফরাজ। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও ৩-০ হারে পাকিস্তান। এরপর থেকেই সরফরাজকে সরানোর দাবি আরও জোরালো হয়। ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • পঠিত