ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেসির

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৪:৫৫

নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেসির

নেইমার আবার ফিরে আসুক, চাননি বার্সিলোনার অনেকেই!‌ এমনটাই জানালেন লিওনেল মেসি। দল–বদলের বাজারে ব্রাজিলীয় তারকা প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে বার্সায় ফেরার প্রচণ্ডই চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে কি সেটা পিএসজির জন্য নয়, বার্সার কারণে?‌

মেসি ব্যাখ্যা দিয়েছেন, ‘‌নেইমারের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সুয়ারেজ, আমার আর নেইমারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনও আছে। নেইমারের পক্ষে এখানে কামব্যাক করাটা সত্যিই কঠিন হত। কারণ ও আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তাই ক্লাবের অনেকেই চাননি ও ফিরে আসুক। খেলাধুলার দিক দিয়ে ভাবলে নেইমার বার্সায় ফিরলে দারুণ হত। কিন্তু অন্যদের ভাবনা–চিন্তার দিকটাও তো উড়িয়ে দেওয়ার মতো নয়। ওদের কথার পেছনেও ওকে ফিরিয়ে নেওয়াটা তাই সত্যিই কঠিন ছিল।’‌

বার্সেলোনা চায় তাকে আজীবন রেখে দিতে। কিন্তু তিনি চান না আজীবনের চুক্তি করতে। কেন?‌ মেসি বলেছেন, ‘‌হ্যাঁ, এটা সত্যি বার্সা আমাকে আজীবনের জন্য চুক্তিতে সই করানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি বলেছি, বেঁধে রাখার মতো চুক্তি চাই না।’‌

রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় গত মৌসুমে সিআরসেভেনের সঙ্গে লা লিগায় যুদ্ধ হয়নি। ব্যাপারটাকে কীভাবে তিনি দেখেছেন?‌ মেসি বলেন, ‘‌লা লিগায় রোনালদো নেই ভাবতে অবাকই লাগে। ও যখন ছিল লড়াইটা বেশ ভালই জমত। ওর উপস্থিতি এল ক্লাসিকোর উত্তেজনা বাড়িয়ে দিত। লা লিগারও গুরুত্ব বাড়ত।’‌

চোট ইদানীং অস্বস্তিতে ফেলছে মেসিকে। বার্সা অধিনায়ককে ধীরে ধীরে এগোতে বললেন কোচ ভালভার্দে। বলেছেন, ‘‌১০০ শতাংশ এখনও সুস্থ নয় মেসি। তবে সুস্থ হওয়ার পথে। সেরা ছন্দে পৌঁছতে হলে মেসিকে ধীরে ধীরে এগোতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। চোট কাটিয়ে মাঠে ফেরার পর এখন পর্যন্ত মাত্র একটা ম্যাচ পুরো ৯০ মিনিট ও খেলেছে। আশা করি, ও সামনের ম্যাচগুলোয় আরও ভাল খেলবে।’‌

  • সর্বশেষ
  • পঠিত