ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আগামী মাসেই নতুন কোচ পাচ্ছে বার্সেলোনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:০৯

আগামী মাসেই নতুন কোচ পাচ্ছে বার্সেলোনা

দলের খেলায় খুশি নয় বার্সার সমর্থক বা কর্তৃপক্ষ কেউই। সবাই অখুশি এক ভালভারদের উপর। তার পরিকল্পনাহীন ফুটবলের কারণেই এমন অবস্থা বলে ধারণা করছে সবাই। এক লিওনেল মেসির ওপর নির্ভর করেই দুই মৌসুম কাটিয়ে দিয়েছেন কোচ আরনেস্তো ভালভারদে। এ মৌসুমেও সে পরিকল্পনার ছাপই দেখা যাচ্ছে মাঠে।

গত ১৭ বছরের মধ্যে মৌসুমের মাঝামাঝি সময়ে কখনোই কোচ বদলানোর ঘটনা ঘটেনি বার্সার ইতিহাসে। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এই বিষয়ে কোন ছাড় দেয় না। জিদান, লোপেতেগুই বা সোলারি- বহিষ্কার করতে কখনোই পিছনে তাকায় না তারা।

এবার সে রেকর্ড নাকি টিকে থাকবে না। প্রচণ্ড চাপের মুখে ভালভার্দেকে নাকি ছাঁটাই করতে যাচ্ছে বার্সেলোনা। বছর শেষ হওয়ার আগে সম্ভাব্য সেরা কোচকে পাওয়ার সম্ভাবনা নেই বলেই নাকি এখনো ছাঁটাই হচ্ছেন না ভালভার্দে। মেসিদের পরবর্তী কোচ কে হবেন? মার্সেলো গ্যালার্দো।

বর্তমানে রিভার প্লেটের দায়িত্বে আছেন আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ খেলা গ্যালার্দো। আর্জেন্টাইন ক্লাবের হয়ে দুর্দান্ত কাজ করছেন এই কোচ। তাই গ্যালার্দোর প্রতি নজর পড়েছে বার্সেলোনার। প্রথমে ভাবা হয়েছিল আগামী মৌসুমে আসতে পারেন এই কোচ। কিন্তু ১৯৮৬ বিশ্বকাপ জেতা ক্লদিও বোর্ঘির দাবি, এ জানুয়ারিতেই সেটা সম্ভব, “ডিসেম্বরেই বার্সেলোনার কোচ হবে গ্যালার্দো। সে বিশ্বের অন্যতম সেরা কোচ। রিভার প্লেটের সভাপতি ডি’অনোফ্রিও বলেছে শুধুমাত্র নিজে থেকে বিদায় নিলেই যেতে পারবে গ্যালার্দো। কিন্তু আমাকে এ ব্যাপারের সঙ্গে জড়িত একজন নিশ্চিত করেছে এ খবরটা।”

  • সর্বশেষ
  • পঠিত