ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

অশ্লীল শব্দ ব্যবহারে শাস্তি পেলেন বেয়ারস্টো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৭:১৫

অশ্লীল শব্দ ব্যবহারে শাস্তি পেলেন বেয়ারস্টো

আন্তর্জাতিক ম্যাচে ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে শাস্তি পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন বেয়ারস্টো। তাই তাকে এ শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। গেল রোববার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে এ আচরণবিধি ভঙ্গ করেন তিনি।

ঘটনাটি ঘটে ইংল্যান্ড ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে। ব্যাটিং তাণ্ডব চালিয়ে ওই সময় ১৭ বলে ৪৭ রানে ব্যাট করছিলেন বেয়ারস্টো। বল করতে আসেন জিমি নিশাম। তার বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি আউট হয়ে যান তিনি।

এর পরই অকথ্য এক শব্দ ব্যবহার করেন বেয়ারস্টো। পরে সেটি স্টাম্প মাইকে ধরা পড়ে। এ কারণে তার ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তন করা হয়েছে। একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • পঠিত