ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

পিএসএলের ড্রাফটে আরো ৯ বাংলাদেশী

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৬:২০

পিএসএলের ড্রাফটে আরো ৯ বাংলাদেশী

আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসর। এরইমধ্যে প্লেয়ার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং- এই ৫ ক্যাটাগরিতে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করছে পিসিবি। নতুন প্রকাশিত সিলভার ক্যাটাগরির ওভারসিজ ক্রিকেটারের তালিকায় আছেন ৯ বাংলাদেশি।

সিলভার ক্যাটাগরিতে জায়গা পাওয়া ৯ বাংলাদেশি- আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ হাসান।

ক্রমান্বয়ে প্রথমে এর আগে প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছিলো তারা। তবে সেখানে ছিলো না কোন বাংলাদেশির নাম। ডায়মন্ড ক্যাটাগরিতে স্থান পান চার টাইগার ক্রিকেটার।

ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে স্হান পাওয়া ৪ বাংলাদেশী ব্যাটসম্যান তামিম ইকবাল, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এরপর গোল্ড ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে পিএসএল কতৃপক্ষ। যেখানে জায়গা করে নেয় দশ জন বাংলাদেশী ক্রিকেটার।

ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে অংশ নেওয়া ১০ ক্রিকেটার হলেন- আবুল হাসান রাজু, আফিফ হোসাইন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসাইন, অলক কাপালি, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ও তাসকিন আহমেদ।

  • সর্বশেষ
  • পঠিত