ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে আগুনে পুড়েছে দুই শতাধিক কাঁচা বসতঘর

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫২

চট্টগ্রামে আগুনে পুড়েছে দুই শতাধিক কাঁচা বসতঘর
ছবি : বাচ্চু বড়ুয়া

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় আগুনে তিন ব্যক্তির মালিকানাধীন দুই শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। সোমবার ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে লামারবাজার, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিন ব্যক্তির মালিকানাধীন প্রায় ২০৭টি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে নূর মোহাম্মদের মালিকানাধীন ৭৫ কক্ষের কাঁচা, জমির খানের ৬২ কক্ষের সেমিপাকা ও মো. হারুনের ৭০ কক্ষের সেমিপাকা কলোনি পুড়ে গেছে।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত