ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ১৫:২০  
আপডেট :
 ২১ আগস্ট ২০১৮, ১৫:২৮

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ । সোমবার রাতে হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আটককৃতরা হলেন মো. হাবিবুর রহমান (২৯) ও মোহাম্মদ ইউসুফ (৩৫)। হাবিবের বাড়ি চট্টগ্রামের কুলগাঁও এলাকায় এবং ইউসুফের বাড়ি কক্সবাজারের বাঁশকাটায়।

র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় র‍্যাব। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় হ্নীলার লেদা রোহিঙ্গা বস্তির বি-ব্লকের ১১৭ নম্বর বাসার সামনে থেকে ইয়াবা বেচাকেনার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৯৫৮ পিস ইয়াবা বড়ি, চারটি মুঠোফোন, সাতটি সিমকার্ড, একটি হাতঘড়ি ও ১২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত