ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চাটমোহরে ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিয়ে বন্ধ

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫০

চাটমোহরে ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিয়ে বন্ধ

পাবনার চাটমোহরে একই দিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার।

শুক্রবার দুপুরে পৌর শহরের কাজীপাড়া মহল্লায় এবং উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার পৌর শহরের কাজীপাড়া মহল্লার আলমগীর হোসেনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী আমেনা খাতুনের সাথে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের হাসেন আলীর ছেলে আবদুর রাজ্জাকের এবং বাহাদুরপুর গ্রামের আবদুল আজিজের মেয়ে ও এমকেআর দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া রিমা খাতুনের সঙ্গে একই উপজেলার হরিপুর ইউনিয়নের আগশৈয়াইল গ্রামে জনৈক এক যুবকের (নাম জানা যায়নি) সাথে বিয়ের হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে দুই কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষও দুপুরে এসে হাজির হন কনের বাড়িতে।

বিষয়টি ইউএনও সরকার অসীম কুমার জানতে পেরে চাটমোহর থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিম ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তাদের দুই কনে বাড়িতেই পাঠান। এ সময় উপস্থিত কর্মকর্তারা কনের বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দিবে না বলে মুচলেকা দেন। অপরদিকে বিয়ে বাড়ি থেকে বরযাত্রীসহ ফিরে যান বরপক্ষ।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত