ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

৬ কোম্পানির ২৩ ওষুধ ঝুঁকিপূর্ণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ২১:৩০  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০১৮, ২১:৪০

৬ কোম্পানির ২৩ ওষুধ ঝুঁকিপূর্ণ

চীন থেকে আমদানি করা ‘ভালসারটান’ কাঁচামাল দিয়ে তৈরি ছয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির ২৩ প্রকারের ওষুধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

ছয়টি কোম্পানি হলো- ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, দি একমি ল্যাবরেটরিজ, ড্রাগ ইন্টারন্যাশনাল, রেনাটা ইন্টারন্যাশনাল ও হেলথকেয়ার ইন্টারন্যাশনাল।

গত রবিবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাত দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ওষুধগুলো কোনও ফার্মেসিতে পাওয়া গেলে তা সিলগালা করে পরিমাণ উল্লেখসহ সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান/নিকটস্থ ডিস্ট্রিবিউশন চ্যানেল/প্রতিনিধিকে ফার্মেসি থেকে তা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।

এ সম্পর্কে রুহুল আমিন বলেন, চীন থেকে আমদানি করা ভালসারটান নামক কাঁচামালে কার্সিনোজেনিক এজেন্ট এনডিএমএ (এন-নাইট্রোসোডিমেথিলামাইন) শনাক্ত হওয়ায় ওই কাঁচামালে উৎপাদিত ওষুধ বাজার হতে এএমএ, ইউএসএফডিএসহ ২৩টি ওষুধ প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

বাজার থেকে যেসব ওষুধ প্রত্যাহারের নির্দেশ

ইনসেপটা কোম্পানির উৎপাদিত আমলোসারটিন (৫/৮০ ট্যাবলেট) নামক ওষুধটির বিভিন্ন ব্যাচের ১৮০৬২ থেকে ১৮০৭৫ পর্যন্ত।

একমি কোম্পানি উৎপাদিত সব ব্যাচের ভালটিন ৮০ এমজি ট্যাবলেট, ভালটিন ১৬০ এমজি ট্যাবলেট, কো-ভালটিন ৫/৮০ এমজি ট্যাবলেট, কো-ভালটিন ৫/১৬০ এমজি ট্যাবলেট।

পপুলারের বিভিন্ন ব্যাচে উৎপাদিত এমলোভাস ভিএস ৫/৮০ ট্যাবলেট, এমলোভাস ভিএস ৫/১৬০ ট্যাবলেট, এমলোভাস ভিএস ১০/১৬০ ট্যাবলেট, ভালভাস এইচসিটি ১০/১৬০/২৫ ট্যাবলেট।

ড্রাগ ইন্টারন্যাশনালের বিভিন্ন ব্যাচে উৎপাদিত এভি-৫ ট্যাবলেট, এভি-১০ ট্যাবলেট, এভি-৫/৮০ ট্যাবলেট, কার্ডিভাল ৮০ ট্যাবলেট।

রেনাটা কোম্পানির ভালডিপিন এফসি ৮০ এমজি ও ১৬০ এমজি ট্যাবলেট, ভালজিডি এফসি (১৬০ গ্রাম+১২ দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট), ভালজিডি এফ সি (৮০ গ্রাম+ ১২ দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট)।

এ ছাড়া হেলথ কেয়ারের ডিসিস ৮০ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট, ডিসিস ১৬০ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট ও ডিসিস প্লাস ৮০/১২ দশমিক ৫ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট।

ওয়াইএ/

  • সর্বশেষ
  • পঠিত