ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

এক ঘণ্টা হৃদপিণ্ড বন্ধ থাকার পরও জীবিত যুবক!

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৫২  
আপডেট :
 ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৩৪

এক ঘণ্টা হৃদপিণ্ড বন্ধ থাকার পরও জীবিত যুবক!

হৃদপিণ্ড বন্ধ এক ঘণ্টা, ফের বেঁচে উঠলেন যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল ভারতে।

আসিফ খান নামে আলিগড়ের বাসিন্দা, ২২ বছরের ওই ইঞ্জিনিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ দিন আগে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীনই তাঁর কার্ডিয়াক অ্যাটাক হয় এবং তৎক্ষণাৎ তাঁর হৃদপিণ্ড টানা এক ঘণ্টা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

কিন্তু চিকিৎসকরা তাঁর শরীরে ওই সময় টানা কার্ডিও পালমোনারি রিসাসিয়েশন বা সিপিআর চালিয়ে গিয়েছিলেন। যার ফলে আসিফের ধমনিতে রক্ত চলাচল বন্ধ হয়নি। চিকিৎসকরা ডিফাইব্রিলেটর দিয়ে তাঁর হৃদপিণ্ডে শক দিতে থাকেন, যাতে সেটা চালু থাকে। এক ঘণ্টা পর আসিফের হৃদপিণ্ড ফের কাজ করা শুরু করে।

কিন্তু তার দিন কয়েক পর ফের দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যাটাক হয় আসিফের। তখন চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাম করে আসিফের হৃদপিণ্ড থেকে জমাট বাঁধা রক্ত সরিয়ে স্টেন্ট দিয়ে এবং টানা সিপিআর চালিয়ে তাঁর হৃদপিণ্ডকে ফের সচল করে। অবশেষে শুক্রবার সুস্থ হয়ে বাড়ি যান আসিফ। ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পেরে চিকিৎসকদের নিরলস চেষ্টাকেই ধন্যবাদ জানিয়েছেন আসিফের মা, বাবা।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত