ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০১৮, ১১:৪৪

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

শ্রীলঙ্কার জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। রোববার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিলা সিরিসেনা এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। এর আগে বৌদ্ধ-মুসলিম সংঘাতের ঘটনায় গেলো ৬ মার্চ শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। খবর ইকোনোমিক টাইমসের।

সিরিসেনা তার টুইট বার্তায় লিখেন, জন নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর আমি গতকাল (শনিবার) মধ্যরাত থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার নির্দেশ দিয়েছি। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির ক্যান্ডি শহরে বৌদ্ধ-মুসলিম সংঘাতের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

ক্যান্ডির তেলেদেনিয়ায় একটি সড়ক দুর্ঘটনার জেরে এক বৌদ্ধ যুবককে পিটিয়ে হত্যা করে একদল মুসলিম। পরে শত শত সিংহলি বৌদ্ধ ক্যান্ডিতে তাণ্ডব চালায়। একটি ভবন থেকে ২৩ বছর বয়সী এক মুসলিম যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সহিংসতা আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় দেশটির সরকার পরে জরুরি অবস্থা জারি করে।

ওই দাঙ্গায় কমপক্ষে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়। এছাড়া দাঙ্গার সময় দুইশ’র বেশি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। আর প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত