ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

১৩২ কোটি টাকায় একটি নম্বর প্লেট বিক্রি

১৩২ কোটি টাকায় একটি নম্বর প্লেট বিক্রি

এক দেড় লাখ টাকা নয় গাড়ির একটি নম্বর প্লেট বিক্রি হয়েছে ১৩২ কোটি টাকায়। এমন অসম্ভব কাণ্ড ঘটেছে ব্রিটেনে।

'এফ ওয়ান' নম্বর প্লেটটি কেনার জন্য যেকোনও মূল্য দিতে রাজি ছিলেন ব্রিটেনের একাধিক ব্যক্তি। এই নম্বর প্লেট গাড়িতে রাখা নাকি একটি আভিজাত্যের লক্ষণ। সে কারণেই ব্রিটিশ বিলিয়নাররা এই নম্বর প্লেট পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

১৯০৪ সাল থেকে এসেক্স সিটি কাউন্সিলের অধীনে ছিল এই নম্বর প্লেটটি। ২০০৮ সালে ৪ কোটি টাকায় সেটি কিনে নিয়েছিলেন আফজন খান নামে এক ব্রিটিশ শিল্পপতি।

তারপর থেকে খান ডিজাইনের অধীনেই ছিল 'এফ ওয়ান' নম্বর প্লেটটি। এই প্রথম বাজারে দর উঠল তার। ৪ কোটি থেকে এক ধাক্কায় ১৩২ কোটি।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত