ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বর্ষায় যে ৮টি জায়গায় ট্রেকিং এ যাবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ১৬:০৮  
আপডেট :
 ২৮ জুলাই ২০১৮, ১৬:২৫

বর্ষায় যে ৮টি জায়গায় ট্রেকিং এ যাবেন

ভ্রমণপ্রিয় মানুষরা সব সময়েই খুঁজে থাকে ভিন্ন ও ব্যতিক্রমী স্থান। আর যারা ভ্রমণে একটু উত্তেজনা পছন্দ করেন তাদের তো ট্রেকিং বেশ পছন্দ। আজ দেয়া হলো এই বর্ষায় কোথায় যেতে পারেন ট্রেকিং এ।

দেবকুণ্ড জলপ্রপাত

ভারতের মহারাষ্ট্রর রায়গড় জেলার অবস্থিত এই ওয়াটারফলসে পৌঁছতে প্রায় আড়াই ঘণ্টা হাঁটতে হয় সবুজ বনের মধ্য দিয়ে। এর ফলে আপনার ট্রেকিংও হবে আবার পানিতেও ভেজা হবে।

আঁধারবন

ভারতের সায়াদ্রি অঞ্চলের এই ট্রেকিং রুটে অনেক গাছ থাকার জন্য দিনের বেলায়ও বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। তাই এর নামও আঁধারবন।

দুধসাগর ট্রেক

এটি ভারতের পঞ্চম উচ্চতম জলপ্রপাত। এখানে পৌঁছনোর জন্য ট্রেন লাইন, জঙ্গল পেরিয়ে যেতে হয়। বেশ ভাল একটি ট্রেকিং হবে এখানে।

নিমগিরি ট্রেক

সায়াদ্রি অঞ্চলের আরও একটি ট্রেকিং রুট এটি। শুরু হয় নিমগিরি ফোর্ট থেকে।

হামতা পাস

হিমাচল প্রদেশের লাহুল ও কুল্লুর মাঝে রয়েছে এই ট্রেকিং রুট। প্রায় ৪২৭০ মিটার উচ্চতায় অবস্থিত এটি।।

রাজমাচি ট্রেক

মুম্বাই ও পুণে থেকে এই ট্রেকিং রুটে যেতে পারেন। আর মাত্র ২৭৫০ ফুট উচ্চতার এই রুটে রয়েছে সবুজে ঢাকা সায়াদ্রি পর্বতমালা।

সিংহনাদ ট্রেক

ভারতের পুণে শহর থেকে ২৫ কিলোমিটার দূরে এই ট্রেকিং রুট। পাহাড় পেরিয়ে আরও ১৬ কিলোমিটার গেলে পৌঁছে যাবেন সিংহনাদ ফোর্টে।

ভ্যালি অফ ফ্লাওয়ার্স

উত্তরাখণ্ডের জাতীয় উদ্যান এটি। জাস্কর ও হিমালয়ের মাঝে অবস্থিত এই ফুলের উপত্যকা। দেখতে যেমন সুন্দর তেমনি ট্রেকিং এর জন্যও বেশ ভাল এই জায়গাটি।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত