ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

চুল লম্বা করতে কী করবেন?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১১:৫৪

চুল লম্বা করতে কী করবেন?

চুল লম্বা করার শখ থাকে অনেকেরই, কিন্তু প্রাকৃতিক ভাবে চুল বাড়ে না। পুষ্টিহীনতাই অন্যতম লক্ষণ চুল না বাড়ার। তাই চুল লম্বা করতে করতে হবে এ কাজগুলো......

তেল ম্যাসাজ করুনঃ

চুলের লম্বা করতে তেল ভাল উপাদান। নারিকেল তেল, অলিভ অয়েল চুলের জন্য খুব ভাল। এই দুইটি তেল একসাথে মিশিয়ে বা আলাদা চুলে ব্যবহার করতে পারেন। সব চেয়ে ভাল সারারাত রেখে সকালে শ্যাম্পু করা।

ডিমের হেয়ার মাস্কঃ ১ টি ডিম, পরিমাণ মতো অলিভ অয়েল এবং মধু মিশিয়ে চুলে লাগান। একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন ৩০ মিনিট। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ দিন এই মাস্ক ব্যবহার করুন।

দুধ বা টক দইঃ দুধ বা দই চুলকে নরম আর মসৃণ করে চুলের রুক্ষতা দূর করে। নারিকেল তেল, কাঠবাদামের তেল, আধা কাপ দুধ বা টক দই মিশিয়ে চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করুন।

লেবুর রসঃ লেবুর রসের সাথে সমপরিমাণ পানি মেশান। এবার চুলে ভাল করে লাগান। ২০-৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।

চায়ের লিকারঃ একটি পাত্রে চায়ের লিকার নিয়ে তাতে চুল ডুবিয়ে রাখুন ১০ মিনিট অথবা গোসল শেষে লিকারটি দিয়ে আস্তে আস্তে চুল ধুয়ে ফেলুন। এভাবে ২/৩ দিন চায়ের লিকার ব্যবহার করুন।

ভিটামিন-ই ক্যাপস্যুলঃ অলিভ অয়েল নিয়ে এতে ১ টি ভিটামিন ই ক্যাপস্যুল ভেঙ্গে নিন। এরপর একে হালকা গরম করে মাথার ত্বকে ভালভাবে লাগান। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত