ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

ব্লিচে পান উজ্জ্বল ত্বক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১১:১৪  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০১৮, ১১:২৭

ব্লিচে পান উজ্জ্বল ত্বক

শীত প্রায় এসে পড়েছে। এই সময়ে ত্বকের রঙ অনেকটাই কালো হয়ে যায়। তাই ব্লিচ করাটা একান্ত প্রয়োজন। তবে বাজারের কেমিক্যাল ব্লিচ ত্বকের জন্য মারাত্নক ক্ষতিকর। তাই ঘরেই তৈরি করুন ক্রিম।

শুষ্ক ত্বকের জন্যঃ

আধা চা চামচ দুধের সর, এক চিমটি হলুদ গুঁড়া বা কাঁচা হলুদ ভাল, এক চা চামচ লেবুর রস তাজা। সব উপকরণ একত্রে মিশিয়ে ত্বকে লাগান, পনের মিনিট পর ধুয়ে ফেলুন।

এক চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুড়া, আধা চা চামচ তাজা টমেটোর রস, আধা চা চামচ বেসন মিশিয়ে লাগান। এবার সম্পন্ন শুকিয়ে যাবার আগেই ধুয়ে ফেলুন।

বিশেষ তথ্যঃ দুধের সরের বদলে দুধ ব্যবহার করতে পারেন। আর বেসনের বদলে মসুর ডাল বাটাও ব্যবহার করতে পারেন।

সাধারণ ত্বকের জন্যঃ এক চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুড়া, আধা চা চামচ বেসন মিশিয়ে ত্বকে লাগান, ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

একটি ছোট আলুর অর্ধেক বেটে নিন, এর সাথে এক চিমটি হলুদ গুড়া যোগ করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্যঃ আধা চা চামচ মুলতানি মাটির সাথে এক চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

এক চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়া, আধা চা চামচ তাজা টমেটোর রস মিশিয়ে মুখে লাগান। তরল মিশ্রণটি শুকিয়ে গেলে আবার লাগান। এভাবে তিন চার বার করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

এক চামচ আলুর রসের সাথে এক চামচ লেবুর রস যোগ করুন, তরল মিশ্রণটি মুখে লাগান, শুকিয়ে গেলে আবার লাগান। এভাবে তিন চার বার করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

বিশেষ তথ্যঃ তৈলাক্ত ত্বকে বেসন ব্যবহার করলে তেমন কোন ফল পাবেন না। আর মুলতানি মাটি না পেলে চালের গুড়া ব্যবহার করবেন, এটি তৈলাক্ত ত্বকের জন্য উপকারি।

সংবেদনশীল ত্বকের জন্যঃ যাদের ত্বক সেনসিটিভ তারা উপরের একটি ব্লিচও ব্যবহার করবেন না। এক চামচ চালের গুড়া নিন তাতে আধা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

এক চামচ চালের গুড়া, এক চামচ আলুর রস নিন। একত্রে মিশিয়ে মুখে লাগান ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

বিশেষ তথ্যঃ আগে চিবুকে বা গলায়ে লাগিয়ে দেখুন জ্বালা করে কিনা। যদি লেবুর রস ব্যবহার না করেন তবে শুধু চালের গুঁড়া লাগাতে পারেন।

ঘরে বসে ব্লিচ করার সময় সতর্কতাঃ

সাতদিনে দুইবার এর বেশি এগুলো ব্যবহার করবেন না।

ব্লিচ করার আগে ভাল করে হাত ধুয়ে নিন। তারপর মুখ ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন, তারপর ব্লিচ করুন।

এখানে যে উপায়গুলো কিন্তু মাস্ক না। সুতরাং যতক্ষণ রাখতে বলা হয়েছে ততক্ষণই রাখবেন।

বেশি জ্বালা করে তবে ব্লিচ ধুয়ে ফেলুন। পরের বার থেকে লেবুর রস, হলুদ এগুলোর পরিমাণ কমিয়ে দিন।

হলুদ আলাদা ভাবে সংরক্ষণ করুন। রান্নাঘর থেকে নেবেন না।

ব্লিচ রাতে করুন আর ১২ ঘণ্টার মধ্যে রোদে না যাওয়ার চেষ্টা করুন।

যাদের মুখে অতিরিক্ত ব্রণ আছে তারা এগুলো ব্যবহার করবেন না।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত