ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

বান্দরবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১৬:১৩

বান্দরবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্বত্য জেলায় জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে বান্দরবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিএনকেএস এর নিবার্হী পরিচালক হ্লা সিং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা।

এসময় মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য জেলায় নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে । বান্দরবানে গড়ে ৪৬%, খাগড়াছেিত ৪৭% এবং রাঙ্গামাটিতে ৪০% নারী ও মেয়েরা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। নারী ও বালিকাদের প্রতি সহিংসতা কমিয়ে নারী ও পুরুষের সমানাধিকার নিশ্চিত এবং নারীদের মানবাধিকার সংরক্ষণে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু ,সদস্য সিং ইয় প্রু উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা লিগ্যাল এইড অফিস মো.আবুল মনসুর সিদ্দিকী,মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্তসহ বান্দরবানের বিভিন্ন মৌজার হেডম্যান-কারবারী ও জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত