ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

বাদুরের মাংস আটক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ২৩:০৬  
আপডেট :
 ১৬ জানুয়ারি ২০২০, ২৩:১৫

বাদুরের মাংস আটক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

যশোরে বাদুরের মাংশসহ আটক রুপা রাণী দাস (৪৫) নামে এক নারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রুপা চৌগাছা উপজেলার চৌগাছা গ্রামের বিপুল দাসের স্ত্রী।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এইচএমএ লতিফ জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড থেকে রুপা রাণীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৫ পিস বাদুরের মাংশ পাওয়া যায়। তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে, চৌগাছা থেকে বাদুরের মাংশ গোপনে যশোরে এসে বিক্রি করে থাকেন। এই বাদুরের মাংশ হিন্দুধর্মাবলম্বিদের একটি অংশ খেয়ে থাকে।

এসআই লতিফ আরও জানিয়েছেন, তাকে বৃহস্পতিবার বিকেলে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে নেয়া হলে তিনি দোষ স্বীকার করেন। পরে আদালতে তাকে বণ্যপ্রাণি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত