ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বান্দরবানে র‌্যাবের অভিযান, ৪টি পপি ক্ষেত ধ্বংস

  বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:০৯

বান্দরবানে র‌্যাবের অভিযান, ৪টি পপি ক্ষেত ধ্বংস

বান্দরবানে রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে ৪টি পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। সেসব ক্ষেত থেকে উদ্ধার করা করা হয়েছে ৬০ কেজির মত পপির রস( আফিম বানানোর আগে পপির ফুল থেকে একধরণের পানি বের হয়)। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব।

অভিযানে নেতৃত্বে থাকা র‌্যাব-৭ অধিনায়ক মশিউর রহমান জানান, রুমার একটি দুর্গম এলাকায় নিষিদ্ধ পপি চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রুমা সদর থেকে ২০ কিলোমটার দূরে কেওক্রাডং-এর আশপাশে কয়েকটি গভীর জঙ্গল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪টি পপি ক্ষেত ধ্বংস করা হয়।

মশিউর রহমান আরও জানান, ক্ষেতের মালিককে অনুসন্ধান করা হচ্ছে।নিষিদ্ধ এসব পপি বাইরে পাচারের উদ্দেশে চাষ করা হয়। প্রায় ৭ একর এলাকাজুড়ে এসব ক্ষেত থেকে ৬০ কেজির পপির রস উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত