ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

আইন অমান্য করায় নিজ গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশ সুপারের মামলা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৭

আইন অমান্য করায় নিজ গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশ সুপারের মামলা

ট্রাফিক আইন অমান্য করায় নিজের গাড়ি চালকের নামে মামলা দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। সোমবার রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

পুলিশ সুপারের গাড়িটি নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় আসলে গাড়ি চালক ট্রাফিক আইন অমান্য করে রোড ডিভাইডারের উপর দিয়ে গাড়ির দিক পরিবর্তন করেন। এসময় গাড়িতে খোদ পুলিশ সুপার বসা ছিলেন। তাৎক্ষণিক তিনি এ অনিয়মের জন্য চালকের নামে মামলা করার নির্দেশ দেন। ঘটনাস্থেলে সার্জেন্ট সালমান খান রাজন পৌঁছে সড়ক পরিবহন আইনের ৮৭ ধারায় মামলা করেন।

এজন্য গাড়ি চালক পুলিশ সদস্য আ. কদ্দুছকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা গুণতে হবে। ওই সময় ড্রাইভারের লাইসেন্সও জব্দ করেন।

ময়মনসিংহের ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে গাড়ির ড্রাইভার পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসের নামে সড়ক পরিবহন আইনে মামলা দেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, আইন সবার জন্য সমান। আইন ভাঙলে শাস্তি পেতে হবে। ট্রাফিক আইন অমান্য করে রোড ডিভাইডারের উপর দিয়ে গাড়ি ঘোরানোয় চালককে মামলা দেয়া হয়েছে। এজন্য তাকে জরিমানা দিতে হবে। বিষয়টি ময়মনসিংহে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত