ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

বাজার বসিয়ে ঈদসামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

বাজার বসিয়ে ঈদসামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এক মিনিটের মার্কেট বসিয়ে গরীব, অসহায়, নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ করেছে রাঙামাটি সেনা রিজিয়ন।

শুক্রবার সকালে করোনা দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে এ মার্কেট বসায় সেনাবাহিনী।

এ সময় বিনামূল্যে চাল, ডাল, আলু, চিনি, তেল, লবন, সেমাই, গুড়াদুধ, সুজি, নডুলস, আটাসহ বিভিন্ন সবজি ছাড়াও পরিধেয় লুঙ্গি, শাড়ি, থামি দেওয়া হয়। এ ঈদ বাজার উদ্বোধন করেন রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগিডিয়ার জেনারেল ইফতেকুর রহমান।

তিনি বলেন, করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ বিতরণের কাজ করে যাচ্ছে। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এসব কার্যক্রম অব্যাহত রাখবে সেনাবাহিনী।

অনুষ্ঠানে রাঙামাটি সেনা সদর জোন কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম, বিগ্রেড জিটু আই মেজর মঈনউদ্দিন ফারুখীসহ রিজিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত