ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে করোনা পরীক্ষা

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২০, ০৫:১০  
আপডেট :
 ৩১ মে ২০২০, ০৫:১৫

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে করোনা পরীক্ষা

বগুড়ায় এই প্রথম বেসরকারি মেডিকেলে করোনাভাইরাস শনাক্তের রিয়েল টাইম পলিমেরাস চেইন রিয়্যাকশন-আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম চালু হয়েছে। শনিবার বিকেল ৩টায় টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারি ভাবে শুধু বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই ল্যাব চালুর পর করোনাভাইরাস পরীক্ষার সংখ্যা বাড়লে এই অঞ্চলে করোনা মোকাবিলা আরও সহজ হবে।

এসময় আরও বক্তব্য রাখেন মানবিক পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম(বার), সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম চৌধুরী ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক ডঃ হোসনে আরা বেগম।

ডঃ হোসনে আরা বেগম এ প্রতিবেদককে বলেন, রোববার থেকে এই ল্যাবে প্রতিদিন দুটি প্লেটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিটি নমুনা পরীক্ষার জন্য ফি জমা দিতে হবে ৩ হাজার ৫শ টাকা। বাড়ি থেকে কারো নমুনা সংগ্রহ করতে হলে এই ফি’র সঙ্গে যোগ করতে হবে আরও ১ হাজার টাকা।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত