ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

সিলেটে নতুন ৭১ জনের করোনা শনাক্ত, মোট ৪২৬৭

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২০, ০১:০৯  
আপডেট :
 ২৯ জুন ২০২০, ০১:১৪

সিলেটে নতুন ৭১ জনের করোনা শনাক্ত, মোট ৪২৬৭
প্রতীকী ছবি

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে বাড়ছে। রোববারও জেলায় নতুন করে আরো ৭১ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে জেলায় মোট রোগী শনাক্ত হলো ৪ হাজার ২৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৩২১, সুনামগঞ্জে ৯৭৭, হবিগঞ্জে ৫৫৫ এবং মৌলভীবাজারে ৪১৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ ও মৌলভীবাজারে ৬ জন।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় ৩৭ জন, গোয়াইনঘাটে একজন, গোলাপগঞ্জে চারজন, বিয়ানীবাজারে দুইজন, কোম্পানীগঞ্জে একজন, জৈন্তাপুর একজন, বালাগঞ্জে একজন, জকিগঞ্জে পাঁচজন, দক্ষিণ সুরমায় তিনজন, ফেঞ্চুগঞ্জে দু’জন এবং বিশ্বনাথ উপজেলায় ৭ জন রয়েছেন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে প্রথম করোনা ধরা পড়ে গত ৫ এপ্রিল।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত