ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কেউ এগিয়ে এলো না, সৎকার করলেন ইউএনও

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ০১ জুলাই ২০২০, ১৯:০১

কেউ এগিয়ে এলো না, সৎকার করলেন ইউএনও

ঢাকা থেকে নাটোরে মামার বাড়ি বেড়াতে গিয়ে বিধান সরকার (৪৭) নামে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার রাতে তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকায় মামা কার্তিক দাসের বাড়িতে তিনি মারা যান।

এদিকে করেনা উপসর্গ থাকায় সজনদের কেউ তার সৎকারে এগিয়ে না আসায় সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম সৎকারের ব্যবস্থা করেন। মৃত বিধান সরকার নওগাঁ জেলার রানীনগর এলাকার দুলাল সরকারের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিধান সরকার মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে নাটোরের জংলি গ্রামে তার মামা মৃত কার্তিক সরকারের বাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়া সেরে সে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন তিনি।

ইউএনও বলেন, করোনার উপসর্গে তার মৃত্যুর পর স্বজনসহ এলাকাবসীদের কেউ তাকে সৎকার করতে রাজি হচ্ছিলেন না। ফলে রাজশাহী থেকে স্বেচ্ছাসেবক এনে জংলি শ্মশানে তার সৎকার করানো হয়েছে।

বিধান সরকারের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া কার্ত্তিক সরকারের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত