ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুর করোনায় আরও ৩ জনের মৃত্যু

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২০, ০২:২৫

দিনাজপুর করোনায় আরও ৩ জনের মৃত্যু

দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন । এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে বিরামপুর উপজেলা শহরের বিনোদনগর ইউনিয়নের তর্পনঘাট এলাকায় নিজ বাসায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল গফুর (৮৫)। একই দিনে একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান একেএম ফজলুর রহমান( ৫৩)।

এছাড়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের গুন্ডারঝাড় গ্রামের কছরউদ্দীন (৬০)।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আব্দুল গফুর। সেখানে করোনার নমুনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় বুধবার ভোরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয় তার।

জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় চলতি মাসের ২তারিখে নমুনা পরীক্ষা করান চিরিরবন্দরের সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। পরের দিনই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মেডিকেলে তার মৃত্যু হয়।

এদিকে দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯ জন।

সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬১০জন। আর মৃত্যুবরণ করেছেন ২১জন। আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১২জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত