ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রামেকের পিসিআর ল্যাবে আবারো করোনা পরীক্ষা শুরু

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ১৫:৩৪

রামেকের পিসিআর ল্যাবে আবারো করোনা পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

পাঁচদিন পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর ল্যাবে আবারও করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ল্যাবটিতে ৯৪ জনের নমুনা থেকে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকিগুলো নেগেটিভ।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ল্যাবটিতে গত এক সপ্তাহ ধরে নমুনা পরীক্ষা ঠিকমতো হচ্ছিল না। সর্বশেষ ২ আগস্ট ল্যাব থেকে ৯৪ জনের রিপোর্ট হয়েছিল। এর আগে গত ৩১ জুলাই পিসিআর মেশিনের ত্রুটির কারণে ৯৪টি নমুনার সবগুলোর রিপোর্টই আসে করোনা পজিটিভ। পিসিআর মেশিনে ত্রুটির কারণে এমনটি হয়েছে ধরে নিয়ে সে ফলাফল আর ঘোষণা করা হয়নি। এরপর ১ ও ২ আগস্ট নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু পরে আবারও ত্রুটি দেখা দেয় মেশিনে। এরপর থেকে মেশিনের ত্রুটি সারানোর কাজ চলছিল।

তিনি আরও বলেন, রামেক হাসপাতালের ল্যাবে একসঙ্গে ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবেও ১৮৮টি নমুনা পরীক্ষা করা যায়। পাঁচদিন পর হাসপাতালের ল্যাবও চালু হলো।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত