ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘জনপ্রশাসনের যুগ্ম সচিব’ পরিচয়ে প্রতারণা করতেন আজাদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২০, ২২:১৬

‘জনপ্রশাসনের যুগ্ম সচিব’ পরিচয়ে প্রতারণা করতেন আজাদ

জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে রাজউকের ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেবার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডির ইকোনমিক শাখার একটি দল।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিআইডি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ নিজেকে ‘জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব’ পরিচয় দিয়ে রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেবার মিথ্যা আশ্বাস দিয়ে প্রাইম ব্যাংকের বাসাবো শাখার সাবেক ম্যানাজার নুর মোহাম্মদ হাওলাদারের কাছে থেকে নয় লাখ ৮০ হাজার ৭০০শ টাকা নেয়। পরে প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে নুর মোহাম্মদ ২০১৮ সালের ১৬মে সবুজবাগ থানার আবুল কালাম আজাদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১২।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী নুর মোহাম্মদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে দফায় দফায় এসব টাকা নেওয়ার বিষয় স্বীকার করেছে আজাদ।

জিজ্ঞাসাবাদে প্রতারক আজাদ আরও জানায়, প্রতারণার জন্য নিজের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুয়া ঠিকানা ব্যবহার করতেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত