ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে ১ লাখ ৭১ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১৫:৩৫

গোপালগঞ্জে ১ লাখ ৭১ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার ৯৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় তিনি আরো জানান, আগামী ৪ অক্টোবর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৪০৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় ১ হাজার ৭১১টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৬১ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। তবে করোনা পরিস্থিতির কারণা এবার আগামী ১৭ অক্টোবার পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। দুই সপ্তাহে চারদিন করে মোট ৮ দিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ অবহিতকরণ সভায় ডা. এসএম সাকিবুর রহমানসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত