প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ১৯:৩২
সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় বিদ্যুতের অতিরিক্ত বিল আদায়, মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহ, স্থানীয় সাংসদের প্রতিনিধি মো. ওহাব মিয়া, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, নুরুল ইসলাম, আশরাফ আলী লিটু, হাবিবুর রহমান লাভলু, সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এনকে