ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রায়পুরের ৬ হাসপাতালে ৪৫ হাজার টাকা জরিমানা

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ১৮:৩৫  
আপডেট :
 ০১ ডিসেম্বর ২০২০, ১৯:২৬

রায়পুরের ৬ হাসপাতালে ৪৫ হাজার টাকা জরিমানা
ছবি: রায়পুরে বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী।

অভিযানে রায়পুর সরকারি হাসপাতালের সামনে নিরাময়কে ৫ হাজার, মর্ডানকে ১০ হাজার, জনসেবাকে ৫ হাজার, বাসটার্মিনাল এলাকায় মেহেরুন্নেছাকে ১০ হাজার, মা ও শিশু ২০ হাজার, হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এসময় স্বাস্থ্য সেবায় অবহেলা ও অনিয়মের কারণে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর আওতায় ৩টি মামলায় মোট ৪০ হাজার ও নিয়মানুযায়ী রোগী ভর্তির তথ্য নিবন্ধন বইতে সংরক্ষণ না করায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর আওতায় ১টি মামলায় ৫ হাজার টাকাসহ মোট ৪টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী বলেন, জনস্বার্থে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. আবদুল গফুর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত