ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চডুবি

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:০২  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:২১

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চডুবি
ফাইল ছবি

সুন্দরবনে পশুর নদীতে পর্যটকবাহী একটি লঞ্চ ডুবে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার ভোরে বটিয়াঘাটার কাতিয়ানাংলা এলাকায় লঞ্চটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন-এর যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক কচি জানান, ফরিদপুরের বোয়ালমারী থেকে ৩৩ জনের একটি টিম নিয়ে ‘ডিসকভারি’ নামে একটি টুরিস্ট লঞ্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনার ৪ নম্বর ঘাট থেকে হিরণ পয়েন্টের উদ্দেশে ছেড়ে যায়।

শুক্রবার ভোর ৪টার দিকে লঞ্চটি বটিয়াঘাটার কাতিয়ানাংলা এলাকায় পশুর নদীর ডুবোচরে আটকে যায়। এই সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরে নেমে পড়েন। নদীতে ভাটা থাকায় পানির টানে লঞ্চটি পেছন দিক থেকে নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে এটি নদীতে ডুবে যায়।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পর্যটকরা নিজ এলাকায় ফিরে গেছেন বলে জানিয়েছেন মাজহারুল হক কচি।

আরও পড়ুন- ভাসানচরে পৌঁছালেন ১৬৪২ রোহিঙ্গা

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত