ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বিদ্রোহী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতা বহিষ্কার

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৯:১৫  
আপডেট :
 ১৯ জানুয়ারি ২০২১, ১৯:১৭

বিদ্রোহী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতা বহিষ্কার

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে শাহাজান আলীকে। অন্যদিকে দলীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সহিদুজ্জামান সেলিম ও চলতি দায়িত্বে থাকা মেয়র জাহিদুল ইসলাম জিরে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে যাচ্ছেন।

৩০ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ জানিয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ মোবাইল ফোন মার্কার প্রার্থী আওয়ামী লীগ নেতা সহিদুজ্জামান সেলিম ও নারিকেল গাছ প্রতীকের প্রতিদ্বন্দি জাহিদুল ইসলাম জিরেকে বহিষ্কার করে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। কেন্দ্র থেকেও কঠোর নির্দেশনা দেয়া হচ্ছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারাই ভোট করবেন, তাদের দলে আর স্থান হবে না।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত