প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৩৬
জয়পুরহাট ও গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
গাইবান্ধার ও জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার বিকেলে এসব দুর্ঘটনায় তারা নিহত হন বলে জানায় পুলিশ।
|আরো খবর
শুক্রবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভটভটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।
নিহত দুইজনই অটোরিকশার যাত্রী ছিলেন। আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্যাহিল জামান জানান।
নিহতরা হলেন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের কফিল উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও পাশের কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের পুতুল কর্মকারের ছেলে রাহুল কর্মকার (১৮)।
উপজেলার রামজীবন ইউনিয়নের শিমুলতলী এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ওসি জামান বলেন, ঘন কুয়াশার কারণে যান দুটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাহুল মারা যান। অন্য দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে আশরাফুল মারা যায়।
অন্যদিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর ধানশুন্দা এলাকায় শ্যালোমেশিন চালিত ভটভটির চাকায় নিজের শরীরে জড়ানো চাদর গলায় প্যাঁচ লেগে নাঈমুল ইসলাম (১৮) নামে চালকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- রাজধানীতে বাসের ধাক্কায় ঝরলো দুই প্রাণ
বাংলাদেশ জার্নাল/আর