প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:১৭
নাটোরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নাটোর সদর উপজেলার ইসলামের এলাকা থেকে শুকুর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
|আরো খবর
মঙ্গলবার সকালে খবর পেয়ে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং শোবার ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করি। শুকুর আলী ইসলাবাড়ি এলাকার মৃত কাচেব আলীর ছেলে। পারিবারিক চাপ, বৃদ্ধ বয়সে অসুস্থতা ও অবিবাহিত দুই মেয়ের বিয়ে দেয়ার চিন্তা মিলিয়ে ডিপ্রেশনে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এসকে