ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ৯

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১৪:৩১

চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ৯
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর মধ্যে ৬ জন নগরের ও ৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

একই সময়ে ১ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২০৪ জন নগরের ও ২৪ জন উপজেলার বাসিন্দা।

রোববার (১০ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৪৪ হাজার ৩১৯ জনের মধ্যে ৩৪ হাজার ৮৯৮ জন নগরের ও ৮ হাজার ৬৭০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৪২৩ জন; এর মধ্যে ৩০৯ জন নগরের ও ১১৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮০৯ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও সিভাসুতে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণে ৪০৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের ও আরটিআরএলে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা ধরা পড়েছে।

এদিকে চট্টগ্রামে গতকাল শনিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজার ৪৪৩ জন। এর মধ্যে বিভিন্ন উপজেলার ৫ হাজার ২৮০ জন এবং নগরীর ৫ হাজার ১৬৩ জন। গত বৃহস্পতিবার প্রথম দিন চট্টগ্রামে ৪ হাজার ৫৯৮ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ হাজার ৪১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার নগরীর ৫ হাজার ১৬৩ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১ হাজার ৫৬১ জন, জেনারেল হাসপাতাল থেকে ১ হাজার ২০৪ জন, চসিক জেনারেল হাসপাতাল থেকে ৯৬৬ জন, মোস্তফা হাকিম হাসপাতাল থেকে ৪৯১ জন, বন্দরটিলা হাসপাতাল থেকে ৩০২ জন, ছাফা মোতালেব হাসপাতাল থেকে ১৩১ জন, সিএমইচ থেকে ১২৬ জন, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ হাসপাতাল থেকে ৩৮২ জন করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

অন্যদিকে উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়ায় ২৩৯ জন, রাঙ্গুনিয়ায় ২৮৩ জন, ফটিকছড়িতে ১৬২ জন, বাঁশখালীতে ৩০৮ জন, আনোয়ারায় ৫১৯ জন, সীতাকুণ্ডে ৪২১ জন, সাতকানিয়ায় ১৬০ জন, রাউজানে ৭৮৮ জন, মীরসরাইয়ে ৫৯৩ জন, চন্দনাইশে ২৬১ জন, বোয়ালখালীতে ২৮২ জন, হাটহাজারীতে ৭৬৮ জন, পটিয়ায় ৪১৯ জন ও সন্দ্বীপে ৭৭ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। গতকালও অনেকে টিকার প্রথম ডোজ নেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মজুদ ৫০ হাজার ১৩০ ডোজ টিকা নিয়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় টিকাদান কর্মসূচি। গত শুক্রবার আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা চট্টগ্রামে এসেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত