ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

লালমনিরহাটে ইউএনও’র ওপর হামলা, গ্রেপ্তার ৬

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৩:৫৭

লালমনিরহাটে ইউএনও’র ওপর হামলা, গ্রেপ্তার ৬
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণ।

লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের ওপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

রোববার রাতে উপজেলার বাউরা ইউনিয়নের নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওই উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের পুত্র হাবিবুল ইসলাম (৪০), ফজলে রহমানের পুত্র মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের পুত্র আজগর আলী (৪২), জাবেদ হোসেনের পুত্র রুবেল হোসেন (৩৪) ও শহিদুল ইসলামের পুত্র নুরনবী (২৮)।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, ওই উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলা করা হয়। এ সময় সরকারি কাজে বাধাসহ ইউএনও’র গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারি স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করে সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ইউএনও’র পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বাধা ও গাড়ি ভাঙচুর করেন স্থানীয় কতিপয় ব্যবসায়ী।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত