ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সিলেটে এক মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২১, ১৯:২৯

সিলেটে এক মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
ভূমিকম্প অনুভূত হলে বাসা থেকে বের হয়ে আসে মানুষজন। ছবি: প্রতিনিধি

গেল সপ্তাহে টানা কয়েক দফা ভূমিকম্পের পর মাত্র এক মিনিটের ব্যবধানে ফের দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট।

সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটের দিকে প্রথম মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর রেশ কাটতে না কাটতেই ৬টা ৩০ মিনিটে আবারও কেঁপে ওঠে সিলেট।

এক মিনিটের ব্যবধানে দুটি ভূকম্পনে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দেয়। এ সময় ভয়ে-আতঙ্কে মানুষজন বাসা থেকে বের হয়ে আসে।

রিখটার স্কেলে প্রথম ভূকম্পনের মাত্রা ছিলো ৩.৮ এবং পরেরবার মৃদু ভূকম্পন হওয়ায় তা গণনা করা হয়নি। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

আরও পড়ুন: সিলেটে ভূমিকম্প: ৬ বিপণিবিতান বন্ধের নির্দেশ

এর আগে গত ২৯ মে টানা ৭ বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলে এবং এর বিস্তার ছিল ১৩ কিলোমিটার। এর মাঝে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ সিলেটে নগরায়নে অধিকতা সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: পাঁচ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প, সিলেটজুড়ে আতঙ্ক

নজিরবিহীন ওই ঘটনার পর নড়েচড়ে বসে নগর কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণসহ জনসচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে নিচ্ছে নানা উদ্যোগ। এরই মধ্যে নগর কর্তৃপক্ষের আহ্বানে বৈঠক করেন, পুলিশ, ফায়ার সার্ভিস, নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টরা। পরে ১০ দিনের জন্য ঝুঁকিপূর্ণ সকল মার্কেট বন্ধের নির্দেশ দেয় সিসিক।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত