ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

পটুয়াখালীর চরাঞ্চলে উৎসবের আমেজ

  গোফরান পলাশ, পটুয়াখালী

প্রকাশ : ১০ জুন ২০২১, ২০:৩৯  
আপডেট :
 ১০ জুন ২০২১, ২০:৪২

পটুয়াখালীর চরাঞ্চলে উৎসবের আমেজ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাগর মোহনার প্রত্যন্ত চরাঞ্চল চর বিশ্বাস ও চরকাজল ইউনিয়নের ঘরে ঘরে এখন আনন্দ উচ্ছ্বাস। ১৬৫ কোটি টাকা ব্যয়ে ভোলা থেকে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বিদ্যুত নেটওয়ার্কের আওতায় যুক্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলে বিদ্যুতের আলো জ্বলে ওঠায় অবহেলিত জনপদে এ উৎসবের আমেজ।

অচিরেই পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাসহ জেলার বিচ্ছিন্ন চরগুলো শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। এতে বৈদ্যুতিক আলোয় আলোকিত হবে জেলার অবহেলিত চরাঞ্চলের প্রায় ৫০ হাজার গ্রাহকের ঘর।

বৃহস্পতিবার দুপুরে চর বিশ্বাস ইউনিয়নের কে. আলী কলেজ প্রাঙ্গণে বিদ্যুত সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। চর বিশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ত্যব্য রাখেন ভোলা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আবুল বাশার, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, সাবেক চেয়ারম্যান মোঃ মানিক মিয়া, চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল প্রমূখ।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ২০২১ সালের মধ্যে সারাদেশ শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির বাস্তবায়নে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চল গুলোতে নতুন এই বিদ্যুত লাইন চালু হল। এতে উপকূলীয় এলাকার লাখো মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের আলোতে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে সর্বত্র।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুত সংযোগের ফলে অবহেলিত এসব চরাঞ্চলে আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি শিল্প কল কারখানা গড়ে উঠবে। কৃষি, শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অবদান রেখে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে এলাকার বিপুল জনগোষ্ঠী অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত