ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে তিন পৌরসভায় ৭ দিনের লকডাউন

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২১, ১৭:৩০  
আপডেট :
 ২০ জুন ২০২১, ১৭:৩৭

ফরিদপুরে তিন পৌরসভায় ৭ দিনের লকডাউন
ছবি সংগৃহীত

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, বোয়ালমারী ও ভাঙ্গা পৌর শহর এলাকায় সোমবার সকাল ৬টা থেকে সাত দিনের জন্য লকডাউন জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সোমবার (২১ জুন) সকাল ৬টা থেকে আগামী রোববার (২৭ জুন) রাত ১২ টা পর্যন্ত সাত দিন এই বিধিনিষেধ জারি থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের সময়ে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মার্কেট-বিপণিবিতান, মুদি দোকান, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকানসহ সব ধরনের দোকান বন্ধের আওতায় থাকবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বলেন, বিনা কারণে কাউকেই আমরা বের হতে দেব না। এছাড়া শহরের প্রতিটি প্রবেশ মুখ পুলিশের কঠোর নজরদারির মধ্যে থাকবে।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার এই সময়ে আগে আমাদের জীবন বাঁচাতে হবে, পরে অন্য কিছু। এই সময়ের মধ্যে কারও যদি কোন প্রকার সাহায্যের দরকার হয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। শুধুমাত্র কাঁচা বাজার ও হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকান খোলা থাকবে।

আরও পড়ুন- চুয়াডাঙ্গা পৌরসভা ও একটি ইউনিয়ন লকডাউন

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত