ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বগুড়ায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২১, ১৭:৩১

বগুড়ায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৪
প্রতীকী ছবি

বগুড়ায় প্রাণঘাতী ভাইরাস করোনায় মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। গত ৬ দিনে জেলায় মৃত্যু হয়েছে ২১ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায়য় সরকারি-বেসরকারি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২১৯ নমুনার ফলাফলে ৮৪ জনের পজিটিভ এসেছে। নতুন শনাক্ত ৮৪ জনের মধ্যে সদরে ৮০ জন, আদমদীঘিতে ২ জন ও শিবগঞ্জে ১ জন ও সোনাতলায় ১ জন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনাক্তের হার ৩৮ দশমিক ৩৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৯ জন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনার মধ্যে ৭৭টি পজিটিভ। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৪ নমুনার মধ্যে ৭টি পজিটিভ এসেছে।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১২ হাজার ৯৫৬ জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ২১১ জন। নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৫০ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৯৫ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ প্রতিবেদককে বলেন, নতুন শনাক্তদের নিজ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা চলছে। যদি কারও অবস্থা জটিল হয়, তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত