ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

জনপ্রশাসন পদক পেল প্যারিস দূতাবাস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৭:২৫

জনপ্রশাসন পদক পেল প্যারিস দূতাবাস
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ বিশ্বের কাছে তুলে ধরায় এবং কূটনৈতিক তৎপরতায় দলগত অবদানের জন্য জনপ্রশাসন পদক লাভ করেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন এ পদক নেন।

ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের কাছে পদক তুলে দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য প্যারিসের বাংলাদেশ দূতাবাসকে এ পদকের জন্য মনোনীত করা হয়। এবারই প্রথম কোনো বাংলাদেশের দূতাবাস এ পদক লাভ করলো।

উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান জনপ্রশাসন পদক পেয়েছে। মঙ্গলবার একসঙ্গে দুই বছরের পদক বিতরণ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত