ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

চাল না পেয়ে অভিযোগ, উল্টো চেয়ারম্যানের মারধর

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৩

চাল না পেয়ে অভিযোগ, উল্টো চেয়ারম্যানের মারধর
ফাইল ছবি

খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চাল পাওয়ার কথা ছিল পিরোজপুরের ভান্ডারিয়ায় দরিদ্র মাকসুদ হাওলাদারের (৫০)। কিন্তু সেই চাল না পাওয়ার অভিযোগ করায় উল্টো তাকে মারধর করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির।

মঙ্গলবার বিকেলে উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নে এ ঘটানা ঘটে। হুমায়ুন কবির আওয়ামী লীগের মনোনীত হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল না পেয়ে মঙ্গলবার বিকেলে কার্ডটি নিয়ে মাকসুদ হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই চেয়ারম্যান তাকে ডেকে উপজেলা পরিষদের মধ্যেই মারধর করেন। পরে বিষয়টি সিসি ক্যামেরার মাধ্যমে প্রকাশ পায়।

ওই ইউপি চেয়ারম্যান অনেক দরিদ্র ব্যক্তির নামে বরাদ্দকৃত কার্ডের চাল উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে দরিদ্র মাকসুদকে মারধরের বিষয়টি অস্বীকার করে উল্টো মারধরের সাক্ষী চাইলেন ইউপি চেয়ারম্যান।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত