ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বিশৃঙ্খলা এড়াতে রাত জেগে মন্দিরে মন্দিরে ঘুরছেন আনোয়ার খান এমপি

  রামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০১:০৭  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০২১, ০২:৩৪

বিশৃঙ্খলা এড়াতে রাত জেগে মন্দিরে মন্দিরে ঘুরছেন আনোয়ার খান এমপি
ছবি- প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিশৃঙ্খলা এড়াতে রাত জেগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১৯টি পুজামণ্ডপে নেতাকর্মীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

পার্শ্ববর্তী উপজেলায় দুষ্কৃতিকারীদের তাণ্ডবের খবর পেয়ে নিজ উপজেলা রামগঞ্জে হিন্দু ধর্মালম্বীরা যেন নির্বিঘ্নে আনন্দ-উৎসব করতে পারে, সেজন্য তাদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন আনোয়ার হোসেন খান।

সাংসদ ড. আনোয়ার হোসেন খান বলেন, প্রত্যেকটি মন্দিরে আনন্দ-উৎসব চলবে। দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিলাম, বিন্দুমাত্র বিঘ্ন হবে না। নেতাকর্মী এবং পর্যাপ্ত পুলিশ প্রশাসন নিয়ে আমি সারাক্ষণ আপনাদের পাশে থাকবো।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাচির হোসেন, বিআরডিবি ভাইস চেয়ারম্যান সবুজ ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফায়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আটিয়া, যুগ্ম আহ্বায়ক অপু মালসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত