ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

অগ্নিদগ্ধ লঞ্চ এমভি অভিযান-১০ মালিককে ফেরত

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০৪

অগ্নিদগ্ধ লঞ্চ এমভি অভিযান-১০ মালিককে ফেরত

গত ডিসেম্বরে আগুনে পোড়া এমভি অভিযান-১০ লঞ্চ মালিকপক্ষের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান।

শনিবার নৌ-আদালতের নির্দেশে লঞ্চটি ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান ঝালকাঠি থানার ওসি।

গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগলে অর্ধশত মানুষের মৃত্যু হয়। দগ্ধ ও আহত হন অন্তত ৮০ জন। ক্ষতিগ্রস্ত লঞ্চটি ঝালকাঠি থানার জিম্মায় ছিল। দুর্ঘটনার পর থেকে শহরের সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কের পাশে লঞ্চটি রাখা হয়েছিল।

ওসি খাললুর বলেন, মেরামতের জন্য মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই নৌ-আদালত লঞ্চটি হস্তান্তরের আদেশ দেয়। আদেশের কপি ২৬ জুলাই থানায় আসে। শনিবার এটি মালিকপক্ষকে বুঝিয়ে দেয়া হয়।

লঞ্চে আগুনের এ ঘটনায় চারটি মামলা হয়েছে। দুটি মামলা হয়েছে ঝালকাঠি থানায়। বরগুনার আদালতে হয়েছে একটি মামলা। আর সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে একটি মামলা হয়েছে ঢাকার নৌ-আদালতে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত