ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

প্রশ্ন সমাধান করে এসএসসি পরীক্ষার হলে সরবরাহ, শিক্ষকের এক মাস জেল

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৭

প্রশ্ন সমাধান করে এসএসসি পরীক্ষার হলে সরবরাহ, শিক্ষকের এক মাস জেল
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে দোকানে বসে এসএসসির গণিত প্রশ্ন সমাধান ও সেগুলো পরীক্ষার হলে সরবরাহের দায়ে সাইদুজ্জামান নামের এক কলেজশিক্ষককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার গণিত পরীক্ষার দিনে উপজেলার মুন্সীর বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সাইদুজ্জামান উপজেলার গোতাশিয়া নুরুল মজিদ মাহমুদ বিএম কলেজের শিক্ষক। তার বাড়ি উপজেলার পাটেরকান্দা গ্রামে বলে জানা গেছে।

বৃহস্পতিবার গণিত পরীক্ষার দিনে গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যায়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবার সময় মুন্সীর বাজারে 'নিউ মডেল বুক হাউজ' নামের একটি দোকানে লোকজনের ভিড় দেখে এগিয়ে যান ইউএনও। সেখানে গণিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান ফটোকপি করে বিক্রি করতে দেখা যায় সাইদুজ্জামান নামের ওই শিক্ষককে।

এ সময় ইউএনও হাতেনাতে তাকে ধরে ফেলেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়ে তাকে। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এস.এম. কাসেম মোবাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত