ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

১০১ ইয়াবা কারবারি প্রত্যেকের দেড় বছর কারাদণ্ড

  টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ১৪:৫০  
আপডেট :
 ২৩ নভেম্বর ২০২২, ১৬:৫১

১০১ ইয়াবা কারবারি প্রত্যেকের দেড় বছর কারাদণ্ড
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৪ বছর আগে আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির মামলায় প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

গত ১৫ নভেম্বর মামলার বিচার কাজ চলাকালীন মোট ১০১ জন আসামির মধ্যে ১৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত ওই ১৭ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। বাকী ৮৪ জন আসামিরও জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম রায়ের ব্যপারে এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন: আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারির রায় আজ

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত