ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

নকল বৈদ্যুতিক তার ও সমগ্রী বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ২০ লাখ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩, ২১:২৫

নকল বৈদ্যুতিক তার ও সমগ্রী বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ২০ লাখ
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার র‌্যাব-১০ পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় বিএসটিআ্ই’র প্রতিনিধি উপস্থিতি ছিলেন।

র‌্যাব-১০ জানিয়েছে, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সমগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে এস টি সি ইলেকট্রিক ইন্ডষ্ট্রিজকে নগদ ১০ লাখ ও তাহসিফ ক্যাবলসকে নগদ ১০ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মোবাইল কোট আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নকল বৈদ্যুতিক সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে দণ্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত করছিলেন।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত