ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫৫  
আপডেট :
 ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩০

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। শ্রীমঙ্গল উপজেলার ইউএনও মোবাশশেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির কয়েকশ’ যাত্রী দুর্ভোগে পড়েছেন। ট্রেনটিতে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নানও রয়েছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিনসহ তিনটি বগি অক্ষত রয়েছে। উদ্ধার কাজ চলছে। সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

স্টেশনের মাস্টার আরও বলেন, কখন লাইন চালু হবে এটা এখন বলা যাচ্ছে না। আখাউয়া থেকে রিলিফ ট্রেন ও কুলাউয়া থেকে হাড্রোলিক টোল বেন আসার পর কাজ শুরু হবে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলে পুলিশের চারটি টিম মোতায়েন করা হয়েছে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত